আমিরুর হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দুই শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গাউসিয়া ইসলামিক মিশন আহলে সুন্নাত ওয়াল জামাত। রোববার (৯ জানুয়ারি) দুপুরে শহরের গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদ ঈদগাহ মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করেন আর্ন্তাজাতিক ইসলামিক চিন্তাবিদ ও গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক হযরাতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বোখারী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া ইসলামিক মিশন সৈয়দপুর শাখার সভাপতি হিটলার চৌধুরী ভলু, সাধারণ সম্পাদক মো. আজহার সুলতান, গাউসিয়া ইসলামিক মিশনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরজু আশরাফী, আব্দুল জব্বার, আশরাফ, আরজুসহ অন্যান্য সদস্যরা।
গাউসিয়া ইসলামিক মিশনের প্রধান পৃষ্ঠপোষক ড. সৈয়্যদ এরশাদ আহমদে আল বোখারী বলেন, একজন ইসলামিক বক্তার কাজ শুধু ওয়াজ করা নয় বরং তার চেয়ে জরুরি দুস্থদের পাশে দাড়ানো। গাউসিয়া ইসলামি মিশন ইসলামের মুল শিক্ষা জাতীর মানবিক ও সামাজিক কাজকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে। আমরা আজকে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে শতাধিক দুস্থদের শীতবস্ত্র উপহার দিয়েছি। ভবিষ্যতে চক্ষু শিবির, গরীব মেয়ের বিবাহ, গরীব শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে নিতে সহায়তা সহ সকল সামাজিক মানবিক কাজ করা হবে।
সান নিউজ/এমকেএইচ