সারাদেশ

উলিপুরে ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): ভূমিহীনদের খাস জমি অবমুক্ত করে পুনর্বাসনের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে প্রায় দেড় শতাধিক ভূমিহীন পরিবার মানববন্ধন করেছে। রোববার (৯ জানুয়ারি) সকাল ১১টায় হাতিয়া ইউনিয়নের বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি উলিপুর উপজেলা শাখা ও হাতিয়া ভূমিহীন সমিতির ব্যানারে জিরো পয়েন্টে (গবা মোড়) এই মানববন্ধন করা হয়।

ভূমিহীনদের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেত মজুর কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সিপিবি’র কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহম্মদ আনছার আরী, উলিপুর উপজেলার বাসদের সমন্বয়ক সাঈদ আকতার আমীন, হাতিয়া গণহত্যায় শহীদ পরিবারের সদস্য ভূমিহীন সোলদার ও আসমা বেগম।

এরপর বাংলাদেশ সরকারের কাছে ভূমিহীনরা জায়গার দাবি করে একটি মিছিল নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে অংশ নেয়া অনন্তপুর বাধের উপর আশ্রয় নেয়া ভূমিহীন মুক্তা, মেসের, ফুলমিয়া, হালিমা ও ছাবিরণ জানান, ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বারবার দিশেহারা হয়ে পড়ি, আমাদের চাষাবাদেরও কোন জমি নাই, গায়ে গতরে খেটেই বাঁচি। ১৫ বছর থেকে বাধের উপর ও জমি ভাড়া করে বাৎসরিক চুক্তিতে ঘর-বাড়ি করে থাকি। কখনো কখনো আমাদের জায়গার মালিকরা বের করেও দেয়, এমন অবস্থায় ঢাকাতেও বাঁচার জন্য চলে যেতে হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল জানান, ভূমিহীনদের ঘর বিতরণের সরকারি প্রজেক্টটি চলমান, এ অবস্থায় সরকারি জায়গা উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের জন্য বন্দোবস্তের ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা