বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীদের সহায়তায় আবারও বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। নীল গাইটি বিজিবির জিম্মায় আছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু ।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ নীল গাইটিকে ধরতে সক্ষম হয় এলাকাবাসী। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় তা বিজিবির হাতে হস্তান্তর করা হয়।
৬ষ্ট শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলেন, আমরা ১০ থেকে ১২ জন মাঠে খেলে বাড়ি ফিরছিলাম। আসার সময় দেখি নীল গাইটি মাঠে হাঁটছে। পরে আমরা জোরে নীলগাই নীলগাই বলে হৈ হুল্লোর করলে গ্রামবাসী চারদিক থেকে নীলগাইটিকে ঘেরাও করে ধরে ফেলে।
তমিজ উদ্দীন নামে একজন গ্রামবাসী বলেন, আমরা শিশুদের চিৎকারে সেখানে গিয়ে নীল গাইটিকে ঘেরাও করে ধরে ফেলি। অনেক ছোটাছুটির পর ধরতে সক্ষম হই। নীলগাইটি অনেক শক্তিশালী সামলানো যাচ্ছিলো না। তাই দড়ি দিয়ে বেঁধে চেয়ারম্যানকে মোবাইলে ডাকি।
গ্রামবাসীর বরাত দিয়ে চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, বিকালের দিকে একটি নীলগাই ভারতীয় কাটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে ৪৫ মিনিটের মধ্যে ধরে ফেলে। তারপর তারা আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে খবর দেই। আমার এবং ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীলগাইটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, নীল গাইটিকে গ্রামবাসী ধরলে, খবর পেয়ে সেখানে যাই। উপজেলা প্রাণি চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ রয়েছে। নীল গাইটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
সান নিউজ/এমকেএইচ