নিনা আফরিন, পটুয়াখালী: ঢাকার তুরাগ এলাকায় স্ত্রীর সাথে বন্ধুকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখে বন্ধুর হাতে বন্ধু খুনের মামলার প্রধান আসামি মোঃ ইমাম হোসেন ওরফে হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে র্যাব ক্যাম্পে প্রেসব্রেফিংয়ে এ তথ্য জানান র্যাবের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
এর আগে শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার গাজীপুর এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হৃদয় কুমিল্লার মুরাদ নগর থানার ময়নামতি এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে। গার্মেন্টস এ কর্মরত থাকায় রাসেল আর হৃদয়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল।
জানা গেছে, গত ৪জানুয়ারি সন্ধ্যায় তুরাগ এলাকার বস্তির নিজ ঘরে গিয়ে তার বন্ধু ও স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে ক্ষিপ্ত হয়ে বন্ধু রাসেলকে প্রথমে কিল ঘুষি মেরে এক পর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে রাসেলকে কুপিয়ে জখম করে। এ সময় হৃদয়ের স্ত্রী আখিনুর এগিয়ে আসলে তাকেও জখম করা হয়। পরে সেখান থেকে পালিয়ে কুয়াকাটায় চলে আসেন হৃদয়।
অন্যদিকে, স্থানীয়রা রাসেল ও আখিনুরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা শুনে পরের দিন রাসেলের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে হৃদয়ের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাতে আমতলী থেকে তাকে গ্রেফতার করে।
সান নিউজ/এমকেএইচ