মো. আল আমিন শোভন, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক কেন্দ্রে পুনরায় গ্রহণ ও দুই কেন্দ্রে গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একাধিকবারের চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন খান (আনারস)।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকাল ৩টায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ডিঙ্গামানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ড দেওজুরি কেন্দ্রে ভোটার সংখ্যা অনুযায়ী শতকরা ১০০ ভাগ গ্রহণ হয় কিভাবে। এই ওয়ার্ডের অনেকেই মারা গেছেন, অনেকেই প্রবাসে ও ঢাকায় আছেন। এই কেন্দ্রে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। আমি এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। আর ২ নং ওয়ার্ড সালধ ও ৯নং ওয়ার্ড স্বর্ণখোলায় আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। এসব কেন্দ্রে আমি পুনরায় ভোট গণনার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ ২০ বছর এই ইউনিয়নবাসীকে সেবা দিয়ে আসছি। এই ইউনিয়নের মানুষ আমার পক্ষে আছে। আমাকে জোর করে ঠকানো হয়েছে। নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত চাই।
সান নিউজ/এমকেএইচ