মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় এই নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া ঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মধ্য রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়েছিল। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় চলাচল শুরু হয়েছে।
তিনি জানান, সাড়ে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনগুলোকে সিরিয়াল মেনে পারাপার করা হচ্ছে।
সাননিউজ/এমআর