মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাদের হুমকির অভিযোগে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মহিউদ্দিন ঠাকুর সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ দিকে ইউনিয়ন গোসাইরচর গ্রামে স্বতন্ত্র প্রার্থী নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী শফিউল্লাহ (শফি) তার কর্মীদের সর্মথক ও ভোটরদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না। ভোট কেন্দ্রে গেলে হাত-পা ভেঙ্গে ফেলাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে করে আমার কর্মী সর্মথকসহ সাধারণ ভোটাররা চরম আতঙ্কে রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আমি সাবেক ৩ নং ওয়ার্ডে আমার এজেন্ট নিয়োগ করতে পারছি না। ঐ এলাকায় আমার কেউ এজেন্ট হওয়ার সাহস করতে পরাছেন না। আমি চাই সুস্থ নির্বাচন হউক। জয় পরাজয় আছে। জয়ী একজন হবেন।
এছাড়াও তিনি, নৌকা প্রার্থীর বাড়ির আসে পাসের ৩ টি কেন্দ্র ঝুকিপূর্ণ বলে দাবি করে সেসব কেন্দ্রে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি করেন।
সান নিউজ/এমকেএইচ