কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে কবুতর চোরকে চিনে ফেলায় এক নারীকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে। এ ঘটনায় শনিবার (১ জানুয়ারি) থানায় লিখিত অভিযোগ করেছেন আহত নারীর শ্বশুর।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের আ. জলিল মোল্যার বাড়িতে গত ৩১ ডিসেম্বর রাত দুইটার দিকে ৫/৬ জন কবুতর চুরি করতে যায়। বিষয়টি টের পেয়ে আ. জলিল মোল্যার ছেলে দেলোয়ারের স্ত্রী রেবা ঘরের বাইরে এসে বাধা দেয়। এ সময় কান্দাকুল গ্রামের জহুর মোল্যার ছেলে সবুজ মোল্যা (১৯) দেলোয়ারের স্ত্রী রেবাকে রড দিয়ে পিটিয়ে জখম করে।
সবুজের সাথে থাকা একই গ্রামের মো. আবু শেখের ছেলে হাসিবুল মোল্যা (২০) রেবার গলায় থাকা আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া ৩০টি সাধারণ কবুতর এবং একটি গিরিবাজ কবুতর চুরি করে বস্তায় ভরে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ছাব্বিশ হাজার টাকা। আহত রিবা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস,আই) মো. ওহিদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামীরা পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/এমকেএইচ