শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে সদ্য নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার প্রায় ৫০টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (১ জানুয়ারি) বিকেলে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের লেকেরপাড় শহীদ কানন চত্বরের সামনে ১ ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুরের সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ, ‘পাশে আছি’ মাদারীপুরের আরিফুল ইসলাম পাপ্পু, ‘তারুণ্যের প্রভাত’ সংগঠনের সভাপতি সোয়েব প্রমুখ।
বক্তারা অবিলম্বে মাদারীপুরে নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি দ্রুত চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদিন নাছিম ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানকে আহ্বান জানান।
সান নিউজ/এমকেএইচ