রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা থেকে আসা ৩ সদস্যের ফরেনসিক দল, বরিশালের ক্রাইমসিন এবং ঝালকাঠি সিআইডির সদস্যরা এ নমুনা সংগ্রহ করছেন।
সিআইডির অতিরিক্ত আইজিপির নির্দেশে এই কার্জক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার।
এখন পর্যন্ত এ দুর্ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৪০ জন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৫০ জন স্বজনহারার তালিকা করেছে।
এদিকে ঘটনার ৪দিন পর নমুনা সংগ্রহ করায় এবং একই সাথে বরগুনায় নমুনা সংগ্রহ করার কারণে তেমন একটা সারা মেলেনি এ কার্যক্রমে। সর্বশেষ ২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
সিআইডির পক্ষ থেকে জানানো হচ্ছে, নমুনা সংগ্রহের ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। সোমবার রাত ৮টা পর্যন্ত এ নমুনা সংগ্রহ করা হবে এবং প্রয়োজনে কালকেও করা হবে।
সান নিউজ/এফএইচপি