বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে হামিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে লোকজন মারমুখী হয়ে এগিয়ে আসে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়। বাধ্য হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়লে গুলিতে হামিদুল ইসলাম একজনের মৃত্যু হয়। নিহত হামিদুল ইসলাম ওই গ্রামের তছির উদ্দীনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্র রঞ্জন রায় বলেন, মেম্বার প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দের জেরে একটি পক্ষ প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করার চেষ্টা করলে পুলিশের গুলিতে একজন মারা যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সান নিউজ/এমকেএইচ