কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী
সারাদেশ
সৈয়দপুর ইউপি নির্বাচন

‘যাই যোগ্য তাকেই ভোট দেমো’

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।

ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন। শুক্রবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয় নির্বাচনী সামগ্রী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, পাঁচ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৩৩৫ জন। ৫১টি ভোটকেন্দ্রে ৩৩৩টি বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ১ হাজার ৫০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, আশা করছি নির্বাচনে সহিংস কোনো ঘটনা ঘটবে না। এই জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সজাগ থাকবে। উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটদানে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

সৈয়দপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন বলেন, সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। দু-এক জায়গা একটু সমস্যা ছিল, সেগুলো ঠিক করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও শান্তিপূর্ণ রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলায় এ পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচনের কারণে হোটেলের বেঁচা-বিক্রি বেড়ে গেছে। ডেকোরেটর মালিকেরাও ব্যস্ত সময় পার করছেন। বেকার যুবকদের কদর বেড়েছে নির্বাচনি কাজে। তারা এখন প্রার্থীদের পুরো সময়ের কর্মী হিসেবে কাজ করছেন। সব মিলিয়ে উপজেলার ইউনিয়নগুলোতে এখন ভোটের উৎসব বিরাজ করছে।

ষাটোর্ধ্ব বয়সের ভগলু মিয়া বলেন, ‘ভোট দিবার যামো বাহে। যোগ্য যাই তাকেই ভোট দেমো। চারিদিক শুনোছোঁ প্রার্থীরা ট্যাকা ছড়াচ্ছে। মুই ট্যাকা নেমোনা। এমনিই ভোট দেমো।’

উপজেলার যেসব ইউনিয়ন পরিষদের ২৬ ডিসেম্বর ভোট হবে, সেগুলো হলো কামারপুকুর, বোতলাগাড়ি, কাশিরাম বেলপুকুর, খাতামুধুপুর ও বাঙ্গালিপুর ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/আমিরুল/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা