নিজস্ব প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক তিন মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে এখনও গ্রেফতার দেখানো হয়নি বলে তার জামিন আবেদনের শুনানি হয়নি।
রবিবার (১৪ জুন) তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'কাজল যশোরের মামলায় জামিনে রয়েছেন। আমরা ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার মামলাগুলোর জন্য পৃথকভাবে জামিনের আবেদন করেছি। কিন্তু ওই তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি জানিয়ে জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করেননি আদালত।'
এদিকে হাজারীবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার বিষয়ে আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল আলম বলেন, 'হাজারীবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক কাজলকে গ্রেফতার দেখানো হয়নি। সেজন্য জামিনের আবেদন শুনানি হয়নি। আগে তাকে গ্রেফতার দেখানো হবে। এরপর জামিন শুনানি।'
একইভাবে শেরেবাংলা নগর থানা ও কামরাঙ্গীরচর থানার পৃথক দুই মামলায়ও একই অবস্থা বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ কনস্টেবল (মুন্সি) এনামুল আজাদ। তিনি বলেন, 'আসামি কাজল যশোরে গ্রেফতার হয়েছেন। এরপর তাকে যশোর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এখন তিনি কোন কারাগারে আছেন, সেটা আগে জানতে হবে। সেজন্য আমরা আজ আদালত থেকে একটা আদেশ পাঠিয়েছি। তিনি কোন কারাগারে আছেন তা নিশ্চিত হওয়ার পর ভার্চুয়ালি হাজির করে গ্রেফতার দেখানো হবে।'
উল্লেখ্য, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ৩ মে বেনাপোল সীমান্ত থেকে আইন শৃঙ্খলাবাহিনী তাকে উদ্ধার করে। এরপর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে যশোরে মামলা করা হয়। এই মামলায় গত ২০ মে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কাজলকে অব্যাহতি দেয়। কিন্তু সেদিন তাকে মুক্তি না দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।