নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে অর্ধ শতাধিকেরও বেশি যাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এ লঞ্চটিতে আগুন লাগে।
লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। সে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে অনেক যাত্রী দগ্ধ হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা আরও জানায়, জীবন বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপ দেয় যাদের অনেককেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
আহত ৭০ জনকে বরিশাল শের- ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের অনেকের অবস্থায়ই আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সাননিউজ/এএএ