নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আক্কাস আলী ফকির (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলেন— মতিউর রহমান (৪৫) ও তার স্ত্রী আসমা বেগম (৪০)।
স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ আক্কাস আলী ফকির তার বসতভিটায় সুপারি গাছ রোপণ করেন। বুধবার সকালে প্রতিপক্ষ মতিউর রহমান সুপারি গাছ জোরপূর্বক কেটে নিতে চাইলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্কাস আলী ফকির মারা যান।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয় জনতা মতিউর রহমান ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
সান নিউজ/শওকত/এফএইচপি