নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: সমাজসেবা অধিদপ্তরের ২৮ প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে হাতিয়া উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহাম্মদ বাদী হয়ে 'দুর্নীতি, মানি লন্ডারিং আইনে এ মামলা করেন।
মামলার এজহারে বলা হয়, মো. তৌহিদুল ইসলাম হাতিয়ার সমাজসেবা কর্মকর্তা থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলার ২৮টি প্রকল্পের ভুয়া কাগজপত্র তৈরি করে ১ কোট ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ, স্থানান্তর, হস্তান্তর করেছেন বলে সমাজসেবা কার্যালয়ের সন্দেহ হয়।
কয়েক বছর আগে নোয়াখালী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাতিয়া গিয়ে তৌহিদুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দেখতে পান। পরে সমাজসেবা অধিদপ্তর তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তার বিরুদ্ধে ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের প্রমাণ পায়। তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সাননিউজ// গিয়াস উদ্দিন রনি/ এএএ