নিজস্ব প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাফুজ্জামান মিঠু পদত্যাগ করেছেন। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রহ্মপুর ইউনিয়নে জনবিছিন্ন নেতা হাফিজুর রহমান বাবুকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় পদত্যাগ করেছেন তিনি।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমন্বয় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাতে আশাফুজ্জামান মিঠু সাক্ষরিত পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু গ্রহণ করেছেন।
জনবিছিন্ন নেতার পক্ষে নির্বাচনী কাজ করা সম্ভব নয় মন্তব্য করে পদত্যাগ পত্রে মিঠু জানান, ব্রহ্মপুর ইউনিয়নে জনবিছিন্ন ও দলীয় নেতাকর্মীদের সাথে সংস্পৃক্ততা নাই উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান বাবুর। তাকে নৌকার মনোনয়ন প্রদান না করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ রেজুলেশন দেয়া শর্তেও তাকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এ কারণে ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য আবেদন করেছেন তিনি।
এ ব্যাপারে আশাফুজ্জামান মিঠু বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, তাই আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, ১নং ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাফুজ্জামান মিঠু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের কমিটির সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
সান নিউজ/এমকেএইচ