নিজস্ব প্রতিনিধি, নাটোর: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নাটোরের ছাতনী শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেছে বন্ধন সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে এই পুস্পস্তবক অর্পণ করা হয়। এ আগে ভোরে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা শোভাযাত্রা করে স্মৃতিস্তম্ভে যান।
এ সময় সংগঠনের সভাপতি আতিকুর রহমান লালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল সরকার, বন্ধন সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আমির হোসেন, সহ সম্পাদক সম্পাদক রাশেদুল ইসলাম তুহিন, আল আমিন, মোঃ সবুজ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৪ জুন স্বাধীনতা যুদ্ধের শুরুতে পাকিস্তানী হানাদার বাহিনী এবং নাটোরের কয়েকশ সশস্ত্র বিহারী এইদিন রাতে ছাতনী ইউনিয়ন এবং আশেপাশের ১০টি গ্রামে ঢুকে বাড়ি থেকে ঘুমন্ত মানুষদের তুলে চোখ-মুখ বেঁধে ছাতনী স্লুইচ গেটে এনে জড়ো করে। হাফেজ আব্দুর রহমানের নেতৃত্বে প্রথমে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে এবং জবাই করে হত্যা করে। এমনকি পরিচয় সনাক্ত করতে না পারে সেজন্যে প্রত্যেকের মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। পরে মরদেহ গুলিকে ছাতনী স্লুইচ গেটসহ আশেপাশের পুকুর ও ডোবায় মাটিচাপা দেয়।
পরে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে প্রতিবছর স্থানীয় লোকজন দিবসটি পালন করলেও রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করার কোনো উদ্যোগই নেয়নি। সবার নাম সংগ্রহ করতে না পারায় মোট ৬৪ জনের নাম খোদাই করে রাখা হয়েছে। স্বাধীনতার ৪৭ বছর পরেও সরকারি স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ রয়েছে স্থানীয়দের মধ্যে। স্মৃতিস্তম্ভের শহীদের তালিকা দেওয়া আছে তারা হলেন- ছাতনী গ্রামের মনির উদ্দিন সরকার, কালা মিয়া, নূরুজ্জামান, আব্দুল হান্নান, নূর মহাম্মদ, শফিউল্লাহ, আবু বকর, আব্দুল্লাহ মুন্সী, হোসেন পাটোয়ারী, আব্দুল জব্বার, কালা পাল, নিমাই চৌধুরী, শুকুমার চৌধুরী, জসিম উদ্দিন শাহ, আজাহার উদ্দিন শাহ, মনতাজ উদ্দিন শাহ, আবুল কালাম, শাহাবুদ্দিন, কালাম প্রাং, ইসমাইল, ইব্রাহিম, শুটকা, আজাহার, আব্দুর রহমান, কফিল উদ্দিন। বনবেলঘড়িয়া গ্রামের সেকেন্দার, কোরবান আলী, নরেশ ঠাকুর, কালু মিয়া, সুলতান মিয়া। গোকুলপুর গ্রামের আব্দুস সামাদ, আব্দুল কাদের। পণ্ডিতগ্রামের মনোয়ার হোসেন মনু, ডা. আব্দুল হামিদ, সোনা চৌকিদার, চতু মন্ডল। ভাবনী গ্রামের মেছের প্রাং, শুকবাস মন্ডল, ওসমান শেখ, এছার উদ্দিন হোসেন মন্ডল, কছির উদ্দিন মোল্লা, বাদেশ প্রাং, সুলতান পাটোয়ারী, কেয়ামত মোল্লা, রুহুল আমিন ভূঁইয়া, আছের শেখ, কেকু প্রাং, আব্দুর রহমান, কাঁচু প্রাং। ছাতনী দিয়াড় গ্রামের আয়ুব আলী মন্ডল, ছাতনী পূর্বপাড়া গ্রামের সৈয়দ আলী মুন্সী, ছাতনী শিবপুর গ্রামের পচাই দফাদার, হামিদ দফাদার, ভাটপাড়া গ্রামের ময়দান মোল্লা, শিবপুর গ্রামের সাধু প্রাং, খলিল মন্ডল, শুকুর প্রাং, হাড়িগাছা গ্রামের কালা চাঁদ, রঘুনাথপুর গ্রামের শুকলাল, বড়গাছা গ্রামের জঙ্গী, আব্দুল জব্বার, জসিম উদ্দিন ও আব্দুল কাশেম।
সান নিউজ/এমকেএইচ