নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধায় গৃহবধূ হত্যায় সবুজ ফকির (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক।
জানা গেছে, ২০১৮ সালের ৯ এপ্রিল সুন্দরগঞ্জের উত্তর শাহবাজ গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রুজিনা বেগমের পথরোধ করে একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে সবুজ ফকির। এ সময় টাকা লেনদেন নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে গৃহবধূকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।
মামলার বরাত দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিসি) ফারুক আহম্মেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সাননিউজ/এমবি