নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় জেলেদের জালে ৩৭ কেজি ওজনের একটি লাল পোয়া মাছ ধরা পড়েছে। মাছটি সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে সাগরে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদারপাড়া গ্রামের বাসিন্দা আবু ছৈয়দ কোম্পানির মাছ ধরার ট্রলারে মাঝিসহ জেলেরা প্রতিদিনের ন্যায় বঙ্গোপসাগরে মাছ ধরতে বের হন। সাগরে জাল ফেলার দীর্ঘ সময় পর বিকেলে ৩৭ কেজি ওজনের একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটি সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সাননিউজ/এমবি