নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জেলায় দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া, পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে ভিন্নভাবে শীতের আমেজ শুরু হয়েছে। দিনভর গরম আবহাওয়া থাকলেও রাতে পুরো দমে অনুভূত হচ্ছে শীত। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঝড়ছে কুয়াশা। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রাও।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাননিউজ/এমবি