নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে ৪ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন ওই দণ্ড প্রদান করেন।
দণ্ডিতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের পাতিলা ভাষা গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে মসলেহ উদ্দীন (৩৮) ও একই ইউনিয়নের ভোটপাড়া গ্রামের মৃত দেবেন্দ্র নাথের ছেলে লক্ষী চয়ন (৪০), মৃত সুরেন চন্দ্রের ছেলে সোমবারু (২৮) এবং মৃত কার্তিক চন্দ্রের ছেলে নিখিল চন্দ্র।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, ভোটপাড়া এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে দণ্ডপ্রাপ্ত ৪ জন ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করে। স্থানীয়রা খবর দিলে আমরা অভিযান চালিয়ে ঘটনাস্থলে তাদের আটক করি। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন বলেন, স্থানীয় অভিযোগ ও অপরাধী নিজেদের অপরাধ স্বীকার করায় তাদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সান নিউজ/বদরুল ইসলাম বিপ্লব/এমকেএইচ