ভূমিহীন হওয়ার কারণে চাকরি না হওয়া আসপিয়া ইসলাম কাজল
সারাদেশ

জমি ও ঘর পাচ্ছেন সেই আসপিয়া

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেও ভূমিহীন হওয়ার কারণে চাকরি না হওয়া আসপিয়া ইসলাম কাজল অবশেষে জমি ও ঘর পাচ্ছেন।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হলে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি আসপিয়াকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের জমিতে ঘর নির্মাণ ও চাকরির ব্যবস্থা করে দেয়ার নির্দেশ দেন।

এ সংবাদ জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন আসপিয়া ও তার পরিবার। তার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পরে আসপিয়ার স্থায়ী ঠিকানা গড়ে দেয়ার আশ্বাস দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

মুজিববর্ষ উপলক্ষ্যে চলমান আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় আসপিয়ার পরিবারকে ঘর ও জমি দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে বলে জানান তিনি।

আসপিয়া ইসলাম কাজল পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরিশাল জেলায় শরীরিক, লিখিত ও মৌখিকসহ সাত ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন।

কিন্তু বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা না হওয়ায় চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনে নিয়োগ থেকে ছিটকে পড়েন তিনি।

হতাশায় বুধবার বরিশাল পুলিশ লাইন্সের গেটে দীর্ঘক্ষণ বসেছিলেন আসপিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সেই ছবি।

ত‌বে জমি ও ঘর পেলেও আসপিয়ার পুলিশ ক‌নস্টেবল প‌দে নি‌য়োগের বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে। কারণ, চাকরির আবেদনের সময় তার স্থায়ী ঠিকানা ছিলো কি না, বিধি অনুযায়ী সেটাই ধরা হবে।

এব্যাপারে বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হাসান শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে বলেন, ‌‘আমাদের নিয়োগপ্রক্রিয়া এখনও শেষ হয়নি। আমরা আসপিয়াকে বাদ দিইনি। আবার অ্যাকসেপ্টও (গ্রহণও) করিনি।

জমি ও ঘর পাওয়ার পর আসপিয়াকে নিয়োগ দেয়ার সুযোগ আছে কি না-জানতে চাইলে পুলিশ সুপার বলেন, পুলিশ প্রশাসন সব ব্যাপারে ইতিবাচক। তবে যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিতে হয়, তাহলে নিয়মের মধ্যে থেকে নিতে হবে।

বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বলেন, জেলাভিত্তিকভাবে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়। এ ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কিন্তু আসপিয়ার জমি না থাকায় তার নিয়োগ আটকে আছে। যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে আসপিয়াকে জমি ও বাড়ির বন্দোবস্ত দেয়, সে ক্ষেত্রেও সেটি আইনত কার্যকর হওয়ার সুযোগ নেই। কারণ, আবেদনের সময় তার স্থায়ী ঠিকানা ছিলো কি না, বিধি অনুযায়ী সেটাই ধরা হবে। আবেদনের সময় তার কোনো স্থায়ী ঠিকানা ছিলো না।

এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশনা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সুরাহার উদ্যোগ নিতে পারবে বলে মনে করেন তিনি।

এদিকে আসপিয়ার পুলিশে চাকরি নিশ্চিত হয়েছে বলে ফেসবুকে কেউ কেউ পোস্ট দিচ্ছেন। তবে বিষয়‌টি গুজব ব‌লে‌ছেন আসপিয়া।

তিনি বলেন, পুলিশে নিয়োগের ব্যাপারটি নিশ্চিত হ‌য়ে‌ছে এমন পোস্ট ফেসবুকে দে‌খে‌ছি। তবে এখনও সে রকম কিছু হয়নি। চাকরিসং‌শ্লিষ্ট কো‌নো চি‌ঠি বা খবর আমা‌কে পুলিশ বিভাগের পক্ষ থেকে জানা‌নো হয়‌নি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সেলিম এর নগদ অর্থ, খাবার প্রদান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালার হাট ইউনিয়নের ক...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা