রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
প্রচারণার ২দিন পর প্রতীক পেলেন অখিল চন্দ্র
সারাদেশ প্রকাশিত ১০ ডিসেম্বর ২০২১ ১৪:৩৮
সর্বশেষ আপডেট ১০ ডিসেম্বর ২০২১ ১৪:৩৮
ঠাকুরগাঁও ইউপি নির্বাচন

প্রচারণার ২দিন পর প্রতীক পেলেন অখিল চন্দ্র

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সকল ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার ২দিন পর আদালতের আদেশে নৌকার প্রতীক বরাদ্দ পেলেন ২১নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অখিল চন্দ্র রায়।

হাইকোর্টে দায়েরকৃত রিট মামলার আদেশে প্রার্থীতা ফিরে পাওয়ায় তাকে শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম নৌকা প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল ইসলাম।

গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপির অভিযোগে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায়ের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম। ওই আদেশের বিরুদ্ধে ওই প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আপিল করেন।

পরে গত ৫ ডিসেম্বর বিকেলে আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম।

উপায়ান্তর না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন প্রার্থী অখিল চন্দ্র রায়। হাইকোর্ট বেঞ্চ নৌকার প্রার্থী অখিল চন্দ্র রায়ের মনোনয়ন ঋণখেলাপির অভিযোগে বাতিলের আদেশ অবৈধ ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার প্রার্থীতা বহাল রেখে রায় দেন এবং ওইদিন বিকালেই হাইকোর্টের রায়ের কপি জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়। এর ফলে অখিল চন্দ্র রায়ের নির্বাচনে অংশ নিতে আর কোনও বাঁধা থাকলো না।

আলোচিত নৌকার প্রার্থী অখিল চন্দ্র রায় ২০১৪ সালে ঠাকুরগাও জেলার জনতা ব্যাংক লি: রুহিয়া শাখা হতে ৫০ হাজার টাকা চাকুরিজীবি ঋণ গ্রহন করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর পর্যন্ত তিনি ঋণ পরিশোধ করেন নি। ২৮ নভেম্বর তিনি সুদাসলসহ প্রায় ৯৫ হাজার টাকা ব্যাংকে পরিশোধ করেন।

এ ব্যাপারে প্রার্থী অখিল চন্দ্র রায় বলেন, আমি ঋণের টাকা পরিশোধ করলেও রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বাতিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তাও একই আদেশ বহাল রাখেন। অবশেষে আমি মহামান্য হাইকোর্টে রিট মামলা করে প্রার্থীতা ফিরে পেয়েছি। এ কারণে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে আমার কয়েকদিন দেরি হয়েছে। তারপরও আশা করছি আমি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হবো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা