মাদারীপুর প্রতিবেদক: আজ মাদারীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মাদারীপুর শত্রুমুক্ত হয়।
একাত্তরের ডিসেম্বর টানা দুদিন একরাত সম্মুখযুদ্ধ শেষে দিশেহারা হয়ে হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা খলিল বাহিনী প্রধান খলিলুর রহমান খানের কাছে আত্মসমর্পণ করেন।
বিজয়ের পতাকা ওড়ে মাদারীপুরের আকাশে। বিজয়ের খবর পৌঁছে গেলে বাইরে বের হয়ে আসে সাধারণ মানুষ। ভীতি কাটিয়ে 'জয়বাংলা' স্লোগানে মুখরিত হতে থাকে গ্রাম-মহল্লা।
মুক্তিযোদ্ধা ও খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান বলেন, আজ আমাদের বিজয়ের দিন, দুঃসাহসিকতার দিন। দিনটি আমাদের মাদারীপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই দিনে হানাদার বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে সম্মুখযুদ্ধে আত্মসমর্পণ করে। দিনটি প্রতি বছরের মত এবারও বিশেষ মর্যাদায় পালন করা হবে।
সাননিউজ/এমআর