নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে হাইব্রিড ধানের বীজ এবং উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩৫০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধানের বীজ, ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশী ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাসসহ উপকারভোগী কৃষকগণ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ৩৫০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধানের বীজ, ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশী ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
তিনি আরও জানান, দেশ যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, সেজন্য প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বর্তমান কৃষিবান্ধব সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে।
সান নিউজ/এমকেএইচ