নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় লিটন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন উপজেলার নিহন্দ গ্রামের শুকুর আলীর ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, মহাসড়কের টেপড়া এলাকায় মুরগি বহনকারী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান লিটন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাননিউজ/এমবি