নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও নারায়ণগঞ্জের মর্গে থাকা ৫ মরদেহ (হাড়গোড়) স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫৪ মরদেহ হস্তান্তর করা হয়েছে।
যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- নারায়ণগঞ্জ মর্গ থেকে মহিউদ্দিন, ঢামেক মর্গ থেকে লাবণী, সাজ্জাদ, শাকিল ও রকিব হোসেন।
জানা গেছে, মরদেহগুলো ডিএনএ- এর প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সিআইডি পুলিশ পরিদর্শক আতাউর রহমান জানান, আজ ৫ জনের মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে সকলের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মোট মৃত্যুর মধ্যে ৫১ জন নারী পুরুষ দগ্ধ হয়ে মারা যান। ৩ জন ভবন থেকে লাফিয়ে পরে মারা যান। এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৫৪ জন।
সাননিউজ/এম/এমবি