নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে জাহের ওরফে আবু তাহের হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে এ রায় দেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহতের দুই ভাই ও আক্কেলপুরের আওয়ালগাড়ী গ্রামের মৃত তাছেম মন্ডলের ছেলে সেকেন্দার আলী (৩৮) ও শহিদুল ইসলাম (৩৫) এবং উলিপুর গ্রামের মৃত ময়েজের ছেলে বাবু (৩৫)।
আদালত সূত্রে জানা গেছে, জমি দখল নিয়ে বাঁশঝাড় ও গাছ কাটাকে কেন্দ্র করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের জাহেরের সঙ্গে ছোট দুই ভাই সেকেন্দার ও শহিদুলের বিবাদ চলছিল। এসবের মধ্যে জাহের তার ভাগের গাছ কেটে নেন। এই গাছ কাটাকে কেন্দ্র করে ২০০৭ সালের ১ মার্চ রাতে জাহেরের ঘরে সেকেন্দার, শহিদুল ও বাবু প্রবেশ করে। ওই সময় জাহেরের স্ত্রী-সন্তানকে রশি দিয়ে হাত-পা বেঁধে এবং মুখে কাপড় দিয়ে সাদা টেপ লাগিয়ে দেয়। এরপর তাদের সামনে জাহেরকে টেনে হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে ছোরা দিয়ে গলা ও বুকে খোঁচা মেরে হত্যা করে।
এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে পরের দিন তিনজনের নাম উল্লেখ করে আক্কলপুর থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
সাননিউজ/ এমবি