নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের হিলিতে চাহিদার তুলনায় কাঁচামরিচের সরবরাহ বেশি। এ কারণে কাঁচামরিচের দাম কমেছে।
বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এক মাস আগেও বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি।
বুধবার (০৮ ডিসেম্বর) হিলির বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ। দেশে এখন প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন হচ্ছে। তাই হিলি বাজারে চাহিদার তুলনায় মরিচের আমদানিও বেশি। এজন্য মরিচের দাম হাতের নাগালে।
সান নিউজ/এমবি