নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের কোবরা সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি-২৯ ব্যাটালিয়ন।
এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) মামলার পর পুলিশ অভিযুক্তকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, বিজিবি-২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নইম রেজভী।
নইম রেজভী জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার বিজিবি সদস্যরা শিবপুর রাস্তায় অবস্থান নেন। এ সময় সীমান্তের ২৯৩ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে (৪০) মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে কাঁচের জারে ৪০০ গ্রাম কোবরা সাপের বিষ (মেড ইন ফ্রান্স) জব্দ করা হয়, যার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।
এঘটনায় বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, বিষ জব্দের বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/এফএইচপি