নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ধর্মসাগর দীঘিতে জায়েদ উল্লাহ নামে এক মত্স্যশিকারির বড়শিতে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের বিশাল এক ‘ব্ল্যাক কার্প’ মাছ। বৃহস্পতিবার আনুমানকি রাত সাড়ে ৮ টায় ব্যবসায়ী মো. জায়েদ উল্লাহর বড়শিতে ধরা পড়ে এ মাছটি । পরে বিশাল আকৃতির এই মাছটি স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিনকে উপহার দেয় ঐ মত্স্যশিকারি ।
এ খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন এলাকা থেকে উত্সুক মানুষ ঐ মাছটি দেখতে আসেন। এ দীঘিতে এত বেশি ওজনের মাছ কখনো ধরা পড়তে দেখেননি বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় ও বাদুড়তলা এলাকা ঘিরে ছোটরা মৌজায় অবস্থিত ধর্মসাগরের পশ্চিম পাশে শখের বশে বড়শি ফেলেন ব্যবসায়ী মো. জায়েদ উল্লাহ। রাত সাড়ে আটটায় হঠাৎ তার বড়শি নিয়ে টানাটানি শুরু করে মাছ। তিনি কোনোভাবেই বড়শিতে মাছটি ধরে রাখতে পারছেন না।
পরে নিজেকে নিয়ন্ত্রণ করে পাড়ের কিনারায় এনে দেখতে পান বিশাল এক ব্ল্যাক কার্প মাছ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকে ফেসবুকে লাইভ করেন।
কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন ঐ মাছটি দেখতে যান। পরে ঐ ব্যবসায়ী তাকে মাছটি উপহার দেন।
এ সময় এমপি আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘ধর্মসাগর দীঘি কুমিল্লার ঐতিহ্য। এ দীঘিতে আরও বড় মাছ আছে।’
ধর্মসাগর দীঘির ইজারাদারদের একজন কামরুজ্জামান মারুফ সাংবাদিকদের বলেন, ‘এ দীঘির পানি শুকানো বা অপসারণ করে মাছ ধরা যায় না। জাল দিয়ে ও বড়শি ফেলে মাছ ধরতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমরা যারা ইজারা নিয়েছি, তারা শখের বশে বড়শি ফেলি। এরই মধ্যে মো. জায়েদ উল্লাহর বড়শিতে ধরা পড়ে ৪০ কেজি ওজনের ব্ল্যাক কার্প।
কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল বলেন, এ ধরনের বড় মাছ সাধারণত জলাশয়, নদীতে ধরা পড়ে। বড়শিতে এত বড় মাছ ধরা পড়া খুব একটা শুনিনি।
ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, ১৪৫৮ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজা এ অঞ্চলের মানুষের পানির চাহিদা মেটাতে ২৩ দশমিক ১৮ একর জমিতে এই বিশাল দীঘি খনন করেন। রাজা ধর্মমাণিক্যের নামানুসারে এই দীঘির নাম করা হয় ধর্মসাগর। কুমিল্লার অন্যতম পর্যটন স্পটও এটি।
সাননিউজ/এএএইচ