কক্সবাজার প্রতিনিধি: জেলার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে কমপক্ষে ১৯৩ দুষ্কৃতিকারী আটক হয়েছেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও দেশি-বিদেশি অস্ত্র। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক জানান, ১৪ এপিবিএন বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে নভেম্বরে কথিত আরসা সদস্যসহ ১৯৩ দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। এ সময় ৫৩ হাজার ৫২২ ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা, ৪৩ ক্যান বিদেশি বিয়ার, ৫ বোতল বিদেশি মদ, মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা, ২টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১৪৯টি দেশীয় অস্ত্র, ২০ লাখ টাকার বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৯ হাজার টাকা জরিমানা আদায়, বিভিন্ন মামলার সন্দেহজনক ২১ পলাতক আসামি আটক, রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ করায় ২৭ রোহিঙ্গা নাগরিক আটক, অবৈধ ৫২টি সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ৯টি অটোরিকশা ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
সাননিউজ/এমআর