নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের উন্নয়নে কেউ বাঁধা দিলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় ছাতক উপজেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, স্বাধীন দেশে পাকিস্তানি জার্সি গায়ে দিয়ে যারা মাঠে খেলা দেখতে গেছে তাদের লজ্জা হওয়া উচিত। তারা আসলেই প্রকৃত বাংলাদেশি নয়। দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, তারা সুযোগ পেলে দেশের ক্ষতি করবে। তাই এসব ভাইরাসকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
ছাতক পৌরসভার মেয়র আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী প্রমুখ।
সান নিউজ/ এমবি