নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমান ও গরুর সংঘর্ষের ঘটনায় ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা এসব তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমান ও গরুর সংঘর্ষের ঘটে। ওই সময় আশপাশে চরা দুটি গরু রানওয়েতে আসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ডানায় সঙ্গে ধাক্কা লাগে। এতে গরু দুটি মারা যায়। তবে দুর্ঘটনা থেকে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী।
সান নিউজ/ এমবি