নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শরীফ ইদ্রিস বাকের, যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি সৈয়দ মর্তুজা তমাল প্রমুখ।
সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি কলেজ সংলগ্ন স্থানীয় গণকবরে মাল্যদান, সকাল ৯টায় বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত ও ডিসপ্লে, বেলা বারোটায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বাদ জুম্মা মসজিদে দোয়া মাহফিল এবং বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে বিকেল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ।
সান নিউজ/এমকেএইচ