নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির জরুন এলকায় অবস্থিত রিপন নীটওয়্যার লিমিটেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, ‘ দুপুর ১২টার দিকে কারখানার নিচতলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে বিপুল পরিমাণ ইলাস্টিক থাকায় অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয়, এতে আগুন নিয়ন্ত্রণে একটু সময় বেশি লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’
উল্লেখ্য, ওই কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করছিলো। নিচতলায় আগুন লাগলে সবাইকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়।
সান নিউজ/ এমবি