নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরায় বাবার হাতের কবজি কেটে ফেলা সেই ছেলেকে আটক করেছে র্যাব।
সোমবার (২৯ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের রুবেল হোসেনের বাড়ি থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব-০৬ এর (ঝিনাইদহ অঞ্চল) সিও (কমান্ডিং অফিসার) মেজর শরীফ এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২৩ নভেম্বর মাগুরা সদর উপজেলার উথলি গ্রামের শহিদুল ইসলাম ওরফে সাধুর হাতের কবজি কেটে দেন তার ছোট ছেলে হানিফ মিয়া। এ কাজে ধারালো ছুরি ব্যবহার করেন তিনি। জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
গুরুতর জখম অবস্থায় বাবা শহীদুল হক ওরফে সাধুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শহিদুল হকের বড় ছেলে গোলাম মোস্তফা রাতে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে হানিফ মিয়া পলাতক ছিলেন। আজ তাকে গ্রেফতার করা হয়।
হানিফ মিয়াকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কমান্ডিং অফিসার।
সান নিউজ/ এমবি