নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশবন্তপুর গ্রামে একটি কবুতরের খামারে মেছো বাঘ ধরা পড়েছে।
রোববার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে মেছো বাঘটিকে আটক করে স্থানীয় লোকজন।
ওই কবুতর খামারের মালিক মুজাহিদুল ইসলাম বলেন, ‘রোববার রাতে খামারের কবুতরগুলো শোরগোল শুরু করে। এতে ঘুম ভেঙে যায়। টর্চলাইট জ্বালিয়ে খামারের ভেতরে মেছো বাঘটি দেখতে পাই। পরে আমি ও আমার বাড়ির লোকজন খামারের ভেতরে ফাঁদ পেতে মেছো বাঘটি ধরি। সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের লোকজন এসে মেছো বাঘটি খাঁচায় করে নিয়ে যায়।’
মহম্মদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন সরকার জানান, মেছো বাঘটি বিরল প্রজাতির প্রাণি। মেছো বাঘটি বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
সান নিউজ/ এমবি