নিজস্ব প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইশত ঘর পুড়ে গেছে। শনিবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি জানান, শনিবার রাত চারটার দিকে মিনিটে আমরা টঙ্গীর মাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে তা এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এছাড়া, টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, বস্তিটিতে ৪০০টির বেশি ঘর ছিল। তার মধ্যে ২০০টির বেশি ঘর পুড়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
অন্যদিকে, বস্তিবাসী এবং স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুরের টঙ্গীর টঙ্গীর মাজার বস্তিতে আগুনে প্রায় হাজারখানেক ঘর পুড়ে গেছে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তারা।
সান নিউজ/এমকেএইচ