নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে হোমল্যান্ড কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এনে শারীরিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ফায়ার ফাইটার মোহাম্মদ মিলন মিঞা (৩৭)।
শুক্রবার (২৬ নভেম্বর) আগুন নিয়ন্ত্রণে আনার পর অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ২টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ।
মিলন মিঞা নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনীর হাজীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি ২০০৫ সালে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ বলেন, দুপুরে আগুন নেভানোর পর মিলন বুকে ব্যথা অনুভব করে। এ সময় অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে পাঠানো হয়।
পরে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সান নিউজ/এফএইচপি