সারাদেশ

বোয়ালমারীর আ’লীগের ১৬ বিদ্রোহী প্রার্থী 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি, জামায়াতের নির্বাচন না করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বোয়ালমারী উপজেলার একাধিক ইউনিয়নে বিএনপির প্রার্থীরা দলীয় প্রতীক না নিয়ে নির্বাচন করছেন।

অন্যদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে আওয়ামী লীগের বিভিন্ন কমিটির একাধিক পদ-পদবীধারী এবং সমর্থকরা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিটি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে একমাত্র সাতৈর ইউনিয়নেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া মো. মজিবর রহমানের বিপরীতে কোন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

উপজেলার সদর ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. ওহাব মোল্যা তারার বিপরীতে এলেম শেখ ও মো. আব্দুল হক শেখ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এলেম শেখ উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। আর আব্দুল হক বোয়ালমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

চতুল ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মো. আবুল বাশারের বিপরীতে উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. ফারুক হোসেনের বিপরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. চান মিয়া এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. ইমরান হোসেন নবাব বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দাদপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাইয়ের বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মোশারফ হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশীদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সোলাইমান মোল্যার বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেখর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া কামাল আহমেদের বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গুনবহা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলামের বিপরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রূপাপাত ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মহব্বত আলীর বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেমায়েত হোসেন ও ইউপি যুবলীগের সহ-সভাপতি মো. রবিউল শেখ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়না ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া জেলা মৎস্যজীবীলীগের সদস্য পলাশ বিশ্বাসের বিপরীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইফুজ্জামান জিন্নাহ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বোয়ালমারী সদর ইউনিয়নের যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল হক শেখ বলেন, গত ইউপি নির্বাচনে যাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল তিনি নির্বাচনের মাঠ ত্যাগ করে পালিয়েছিলেন। আমি তখন থেকেই নির্বাচন করার জন্য মাঠে রয়েছি। এবার দল যাকে মনোনয়ন দিয়েছে এলাকার জনগণ তাকে মেনে নিচ্ছেন না। তাই এলাকাবাসীর চাপে আমি বিদ্রোহী প্রার্থী হয়েছি।

এ ব্যাপারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, নেত্রীর নির্দেশনা আছে যারা বিদ্রোহী প্রার্থী হবেন। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ত...

বিশ্বে বায়ুদূষণে আজ ২য় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণ...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আজ সারা দিনের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অস্থায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা