নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের চরফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে ১০টি জাটকা ইলিশ ধরা পড়েছে। ইলিশগুলো জাটকা সাইজের (৬ থেকে ৭ ইঞ্চি)।
বুধবার (২৪ নভেম্বর) সকালে ওই পুকুরে জাল ফেললে এসব ইলিশ ধরা পড়ে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সকালে বেড় জাল দিয়ে পুকুরে দেশীয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি ইলিশ ধরা পড়ে। তবে বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে ওই পুকুরটি ডুবে যায়। ওই সময় মেঘনা নদী থেকে আসা লবণাক্ত পানির সঙ্গে ইলিশ ঢুকে পড়ে। পরে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/এমবি