সারাদেশ

নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে বিএনপির কর্মসুচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। তবে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি, যুগান্তরের নাটোর জেলা প্রতিনিধি শহিদুল হক সরকার ও নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সংঘর্ষে ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে আহত সাংবাদিক শহিদুল হক সরকারকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। এর প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

তিনি অভিযোগ করেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের অনশন কর্মসূচি পণ্ড করে দেয়। এছাড়া সংঘর্ষে তিনিসহ দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধির মাথায় ইটের আঘাত লেগে আহত হয়েছেন।

অন্যদিকে, নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, বিএনপির অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তারা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকলে নিক্ষেপ করেন।

ওসি আরও জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় তিনিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে জনগণের জানমাল রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ক্যবহার করতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা