নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মায় নাব্য-সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি পারের অপেক্ষায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পদ্মায় পানি কমে যাওয়ায় নাব্য-সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিক সময় থেকে বেশি সময় লাগছে।
রোববার সন্ধ্যায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সিরিয়ালে আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাব্য-সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ড্রেজিংয়ের কাজ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।
সান নিউজ/ এমবি