বুধবার, ৯ এপ্রিল ২০২৫
ছবি সংগৃহীত
সারাদেশ প্রকাশিত ২০ নভেম্বর ২০২১ ১৩:৪৫
সর্বশেষ আপডেট ২০ নভেম্বর ২০২১ ১৩:৪৫

ট্রলার মালিককে অপহরণ, ১২ জেলে আহত

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার ৬০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনা থেকে নেছার উদ্দিন নামে এফ বি মা ট্রলারের মালিককে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় হামলায় ১২ জেলে আহত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা মাছ, জেলেদের খাবার ও কিছু নগদ টাকাও লুট করে নিয়ে যায় ডাকাতরা।

অপহৃত ট্রলার মালিক নেছার উদ্দিন পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার (১৯ নভেম্বর) মধ্যরাতে এফ বি মা ট্রলারের জেলেরা সাগর মোহনায় জাল ফেলে ঘুমিয়েছিলো। ভোররাতে হঠাৎ অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। কিছু বুঝে উঠার আগে ট্রলারে থাকা মজুদকৃত জ্বালানি (ডিজেল), মাছ, নগদ টাকা, প্রয়োজনীয় সামগ্রী লুট করে নেয় তারা। ট্রলারে থাকা ১২ জেলেকে মারধর করে ফেলে রেখে ট্রলার মালিক নেছরউদ্দিন খানকে ধরে নিয়ে যায়। মুক্তিপণের জন্য নেছারকে অপহরণ করেছে ডাকাতরা।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনও মুক্তিপণের কল আসেনি। হামলায় আহত ১২ জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডাকাতি বন্ধে এখনই ব্যবস্থা না নিলে জেলেরা মাছ ধরা বন্ধ করে দিতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, অপহরণের শিকার জেলেকে উদ্ধারে কাজ শুরু করেছেন তারা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা