নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর সংলগ্ন পদ্মা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
শনিবার (২০ নভেম্বর) ভোরে জেলে রবি হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে রবি হালদার পাবনার বেড়া উপজেলার বাসিন্দা এবং চরভদ্রাসন এলাকায় পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
জানা গেছে, সকাল ৮টার দিকে মাছটি বিক্রির জন্য হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন জেলে রবি হালদার। পরে মাছের আড়তদার শিবু মণ্ডলের আড়তে মাছটি রাখা হয়। সেখান থেকে মাছটি ১৮ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন মাছের পাইকারি ব্যবসায়ী গোপল মণ্ডল।
পরে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ছমির ব্যাপারীর ডাঙ্গী গ্রামের বাসিন্দা আবদুর রব ২২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, পদ্মা নদীর পানি মিঠা। এই সময় এ এলাকায় বড় বড় মাছ বেশি দেখা যায়।
সান নিউজ/ এমবি