নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্তে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে দুটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে এই বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার উদ্ধার হওয়া পুরুষ বন্যহাতিটির বয়স আনুমানিক দুই বছর। কেবল দাঁত উঠতে শুরু করেছে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাটা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষতি করছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে হাতিটির মারা যাওয়ার কারণ জানা যায়নি।
এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিলো।
সান নিউজ/এফএইচপি