নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের হলরুমে দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এক্টিভিস্তা কুষ্টিয়ার আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান।
আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে ও সাংবাদিক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসাবে ছিলেন মিরপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক আনোয়ার হেসেন, মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক ও মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ফারুক হেসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক কুদরতে খোদা সবুজ, মিরপুর প্রেসক্লাবের সহ সভাপতি রাশেদুজ্জামান রিমন, এ্যাকশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর অধরা দাস, আলো সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান, আলো সংস্থার ফাইন্যান্স কর্মকর্তা মজিবুল হক প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতাটি মোট তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় আইনের চেয়ে জনগণের সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক উন্নয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই একমাত্র সমাধান ও কেবলমাত্র যুব অন্তর্ভূক্তি আনতে পারে দেশের উন্নতি। বিতর্ক প্রতিযোগিতায় মিরপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সাননিউজ/জেআই