নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।
সরকারিভাবে প্রতি কেজি আমন ধানের মূল্য নির্ধারণ হয়েছে ২৭ টাকা। আর আমনের প্রতি কেজি চাল ৪০ টাকা নির্ধারণ করা হচ্ছে। কৃষকরা কৃষি কার্ড দিয়ে সরকার নির্ধারিত দামে এই ধান ও চাল বিক্রি করতে পারবেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মদ রিজাউল করিম। জেলা খাদ্য গুদামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির অধীনে ২০২১ সালে জেলায় ৩ হাজার ২৪৭ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৫৯৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা।
সান নিউজ/এমবি